Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্যপণ্যসহ কয়েকটি মশার কয়েল ফ্যাক্টরিতে বিএসটিআই’র অভিযান

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান গতকাল রাজধানীসহ কয়েকটি জেলায় পরিচালিত হয়। এ সময় খাদ্যপণ্যসহ কয়েকটি মশার কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে রাজধানীর তেজগাঁও’র বেগুনবাড়ীর দয়াল বেকারীকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম ৩০ হাজার টাকা জরিমানা করেন। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের তানজিন এন্টারপ্রাইজকে অবৈধভাবে স্কিন ক্রীম এবং জিন্নাত ভ্যারাইটি স্টোরকে বৈধভাবে টুথপেস্ট উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ৭ হাজার টাকা করে জরিমানা করেন।
এদিকে, টাঙ্গাইল সদরের হক ফ্লাওয়ার মিলসকে অবৈধভাবে ময়দা উৎপাদন, বিক্রি ও সরবরাহ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলক কান্তি চক্রবর্তী ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবের আলম কেমিক্যাল ওয়ার্কর্স ও তাসমিয়া কেমিক্যাল ওয়ার্কর্সকে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী যথাক্রমে ১০ এবং ১৫ হাজার টাকা জরিমানা করেন। সূত্র মতে, বিএসটিআই, ডিএমপি ও জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য, বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ-১৯৫৯ এবং দি বাংলাদেশ পিউর ফুড (এ্যামেন্ডমেন্ট) এ্যাক্ট-২০০৫ এর ক্ষমতাবলে এই জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যপণ্যসহ কয়েকটি মশার কয়েল ফ্যাক্টরিতে বিএসটিআই’র অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ