Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জিয়া অরফানেজ মামলা আদালত বদলের আবেদন খালেদা জিয়ার

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত বদলের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার তার পক্ষে আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেছেন। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া জানান, এই মামলার বিচারক ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার পরিচালক ছিলেন। ওই সময় তিনি দুদকের মামলাসমূহের বিভিন্ন বিষয়ে দেখভাল করেছিলেন। জাকির হোসেন ভূইয়া আরও জানান, সেই মামলাটি তার আদালতে বিচার করা ন্যায়বিচার পরিপন্থী হবে এমন আর্জি জানিয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়া। ন্যায়বিচারের স্বার্থে মামলাটির পরবর্তী পদক্ষেপ গ্রহণে হাইকোর্টে পাঠানোর আবেদন করা হয়েছিল। গত ১৩ এপ্রিল সেই আবেদন খারিজ করে দেন বিচারক কামরুল হোসেন মোল্লা। নিম্ন আদালতের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে এই রিভিশন আবেদন দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়ার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ