Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত - হাছান মাহমুদ

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ন্যায় বিচারের স্বার্থে পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবি জানিয়েছেন।
গতকাল রোববার আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবী জানান। বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এমএ করিমও এতে বক্তব্য রাখেন। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে যেভাবে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করা হয়েছে, বিশ্ব রাজনীতিতে নিরীহ মানুষ মারার এমন জঘণ্য দৃষ্টান্ত আর নেই। এ ঘটনার বিচার না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তাই পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়ার বিশেষ ট্রাইবুনালে বিচার করা উচিত।
বিএনপি ক্ষমতায় থাকলে শুধু রামপাল নয়, দেশে কোনো বিদ্যুৎ কেন্দ্রই হতো না দাবী করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় বিদ্যুৎ খাতে ২১ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। অথচ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি।
সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির জবাবে হাছান মাহমুদ বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হোক সেটা আমরাও চাই। ২০১৪ সালের নির্বাচনের মত ভুল সিদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার প্রস্তুতি নিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত - হাছান মাহমুদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ