Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী দেশ নন দেশও প্রধানমন্ত্রী নয় : রাহুল

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বুধবার লোকসভায় দেশটির বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী দেশ নন, দেশও প্রধানমন্ত্রী নয়। প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তিনি বলেন, আমাদের শুনুন। আমরা আপনার শত্রু নই। আমরা আপনাকে ঘৃণাও করি না। লোকসভা নির্বাচনের পর মোদি ও তার দল বিজেপিকে কঠোর সমালোচনা করে আসছেন রাহুল গান্ধী। দেশটিতে চরম ধর্মীয় অসহিষ্ণুতার জন্য মোদি ও তার সহযোগী সংগঠনকে কাঠগড়ায় দাঁড় করান কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর পুত্র। গোঁড়া হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রসঙ্গে তিনি বলেছেন, আমি আরএসএস থেকে আসেনি। আমরা শিখছি। কিন্তু আরএসএসের মতো আমরা সব জানার দাবি করি না। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও সাংবাদিকদের পেটানোর বিষয়ে রাহুল গান্ধী বলেন, রাস্তায় ফেলিয়ে যখন ছাত্র, শিক্ষক ও সাংবাদিককে পেটানো হলো, তখন মোদি জি আপনি চুপ ছিলেন কেন? কেন এর প্রতিবাদ করলেন না? আমরা সব জানি, সব বুঝি। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী দেশ নন দেশও প্রধানমন্ত্রী নয় : রাহুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ