Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে মেয়ের সামনে মাকে ধর্ষণ

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় মেয়ের সামনে এক ধর্ষক ধর্ষণ করলো একজন মাকে। গত মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবারে গুরুদাসনগর স্টেশনের কাছে ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ জানতে পেরেছে, মহিলার কপালে রিভলভার ধরে খুনের হুমকি দিয়ে গিয়েছে ওই দুষ্কৃতকারী। শুধু তাই নয়, বলে গিয়েছে নিজের নামধামও। দুষ্কৃতকারীর এই সাহসে বিস্মিত হয়েছে পুলিশ কর্মকর্তারাও। ডায়মন্ড হারবার মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তারা। তবে ওই ধর্ষকের নামে আদৌ কেউ আছে কিনা, তা-ও মাথায় রাখছেন তদন্তকারী অফিসারেরা। মহিলার ডাক্তারি পরীক্ষা হয়েছে হাসপাতালে।কী হয়েছিল ঘটনার রাতে তার বর্ণনায় জানা যায়,স্টেশনের পাশে ঝুপড়িতে থাকে ওই মহিলা ও তার পরিবার। স্বামী কাজ করে কয়লার দোকানে। মালিক ডেকে পাঠানোতে স্বামী রাত সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন। মেয়েকে নিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলেন বছর ছাব্বিশের ওই মহিলা। অভিযোগ, রাত দেড়টা নাগাদ টিনের দরজা ভেঙে ঘরে ঢোকে ওই দুষ্কৃতকারী। মুখে তার কাপড় বাঁধ ছিল বলে জানিয়েছেন মহিলা। তার কপালে রিভলভার ঠেকিয়ে ধর্ষণ করে দুষ্কৃতকারী। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গে মেয়ের সামনে মাকে ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ