Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কৃত্রিম গর্ভ তৈরির দাবি মার্কিন বিজ্ঞানীদের

পাঁচ বছরের মধ্যে মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হবে

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রিম্যাচিউর বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের বাঁচিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী একটি কৃত্রিম গর্ভ তৈরি করেছেন। ভেড়ার ওপর চালানো সফল পরীক্ষার পর বিজ্ঞানীদের ধারণা পাঁচ বছরের মধ্যে তা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই গবেষণা প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যাচার কমিউনিকেশনস। ইতিমধ্যে এই অতিরিক্ত-জরায়ু সহায়তা যন্ত্র ভেড়ার ওপর পরীক্ষা চালানো হয়েছে এবং এতে সাফল্য পাওয়া গেছে। গবেষকরা জানান, প্রিম্যাচিউর শিশুর ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নতুন আবিষ্কৃত এই যন্ত্রটি মূলত একটি প্লাস্টিকের ব্যাগ। এর ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। ভেতরের পরিবেশ অনেকটা জরায়ুর ভেতরের পরিবেশের মতো। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটি মানবদেহে পরীক্ষা করা যাবে বলেও দাবি বিজ্ঞানীদের। গবেষণা দলের সদস্য ও চিলড্রেনস হসপিটাল অব ফিলাডেলফিয়ার (সিএইচওপি) চিকিৎসক অ্যালান ফ্লেইক জানান, ভেড়া এবং মানুষের গর্ভকাল কাছাকাছি। তাই ভেড়ার ওপর পরীক্ষাটি চালানো হয়েছে। তিনি বলেন, ২৩ থেকে ২৮ সপ্তাহের সময়টাতে শিশু জন্ম নেয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আর আমরা সেই সময়ে সহায়তা দিতে পারি, তাহলে প্রিম্যাচিউর শিশুদের জন্য ক্ষেত্রে এটা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। গবেষকরা জানান, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা। এই অতিরিক্ত জরায়ু সহায়তা যন্ত্রটি ভেড়ার ওপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে বলে গবেষকরা জানান। এই যন্ত্রটি মূলত একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। যার ভেতরের পরিবেশ জরায়ুর ভেতরের পরিবেশের মতোই। ন্যাচার কমিউনিকেশনস-এ প্রকাশিত গবেষকদের গবেষণাপত্রে বলা হয়, তারা এখন পর্যন্ত ছয়টি ভেড়া শিশুর ক্ষেত্রে এ পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন। বিজ্ঞানীর ধারণা করছেন, পাঁচ বছরের মধ্যে মানুষের ক্ষেত্রেও তা পরীক্ষা করা যাবে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃত্রিম গর্ভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ