মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ পাকিস্তান সংলগ্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে লেসার রশ্মির প্রাচীর গড়ে তুলেছে। গত বুধবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজু লিখিত প্রশ্নের জবাবে দেশটির সংসদকে এ তথ্য দিয়েছেন। কংগ্রেস পার্টির সংসদীয় দলের নেতা মাজিদ মেমন এবং প্রবীণ আইনজীবী এস থাংগাভেলু রাজ্যসভায় এ প্রশ্ন উত্থাপন করেন। লেসার প্রযুক্তি বিএসএফ তৈরি করেছে। অতীতে এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যেসব সীমাবদ্ধতা ছিল তা কাটিয়ে উঠতে পেরেছে বিএসএফ। বিভিন্ন স্থানে এ প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে এসব সংকটের মোকাবিলা করেছিল বিএসএফ। বর্তমান প্রযুক্তি নদী তীরবর্তী অরক্ষিত এলাকাগুলোতে ভালোভাবে কাজ করছে বলে দাবি করা হয়েছে। এছাড়া সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করাকে ভারত সব সময়ই অগ্রাধিকার দিয়ে এসেছে। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।