মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন গভর্নর ক্রিস ক্রিস্টি। এ কারণে নিউজার্সি অঙ্গরাজ্যের ৬টি পত্রিকা একযোগে তাঁর পদত্যাগ দাবি করেছে। এছাড়া পদত্যাগ না করলে গভর্নরকে অপসারণ করতে উদ্যোগ নেয়ার জন্য নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সার্কাস জমে উঠেছে। রিপাবলিকান দলের অন্যতম মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ছিলেন গভর্নর ক্রিস ক্রিস্টি। ডোনাল্ড ট্রাম্পের মতো অতটা না হলেও লাগামছাড়া কথা বলার জন্য তিনিও নানা সময় সমালোচিত ছিলেন। দলীয় বাছাইপর্বের শুরুতে নিজেই সমালোচনা করে বলেছিলেন, ট্রাম্পের মতো লোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না। বাছাইপর্বের শুরুতেই টিকতে না পেরে আচমকা ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্যে সমর্থন দেন ক্রিস্টি। তিনিই মূলধারার প্রথম রিপাবলিকান, যিনি ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানালেন। ক্রিস্টি রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের সভাপতি। জাতীয়ভাবে মূলধারার রিপাবলিকানদের মধ্যে তাকে গুরুত্বের সঙ্গে দেখা হতো। গত মঙ্গলবার সুপার টুইসডেতে ডোনাল্ড ট্রাম্প বিপুলভাবে জয়লাভের পর বিজয় মঞ্চে উপস্থিত ছিলেন ক্রিস্টি। ট্রাম্পের বক্তব্যের সময় তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পরই ক্রিস্টির প্রচারণা কমিটির প্রধান তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করার ঘোষণা দেন। গত বুধবার নিউজার্সির ছয়টি পত্রিকা একযোগে সম্পাদকীয় ছেপে তার পদত্যাগ দাবি করেছে। পত্রিকাগুলোর মধ্যে এজবেরি পার্ক প্রেস, কুরিয়ার পোস্ট এবং ডেইলি রেকর্ড তাদের সম্পাদকীয়তে বলেছে, গভর্নর ক্রিস ক্রিস্টির সুবিধাবাদী তৎপরতায় তারা খুব বিরক্ত। নিজের সুবিধার জন্য রাজ্যের নাগরিকদের প্রতি গভর্নরের দীর্ঘদিনের অবহেলা উল্লেখ করে সম্পাদকীয়তে বলা হয়েছে, তিনিই ট্রাম্পের সমালোচনা করলেন। এখন নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ট্রাম্পের পেছনে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টিকে চরম সুবিধাবাদ উল্লেখ করে সম্পাদকীয়তে বলা হয়, রাজ্যের নাগরিকদের প্রতি সুবিচার করে ক্রিস্টির সরে দাঁড়ানোর সময় এসেছে। তিনি যদি নিজে সরে না দাঁড়ান, তাহলে তাকে অপসারণের জন্য উদ্যোগ নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে পত্রিকাগুলোর সম্পাদকীয়তে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।