নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : চীন সফরের চতুর্থ প্রীতি ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় মহিলা দল। গতকাল ঝিয়ান অলিম্পিক স্পোর্টস ভিলেজ ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কৃষ্ণারা ৩-০ গোলে হারায় শানঝি প্রদেশের অনূর্ধ্ব-১৪ মহিলা দলকে। বাংলাদেশের পক্ষে রাজিয়া, অনুচিং ও স্বপ্না একটি করে গোল করেন।
চীন সফরে মিশ্র অভিজ্ঞতা অর্জন করছে লাল-সবুজের কিশোরী ফুটবলাররা। পাঁচটির মধ্যে তারা খেলেছে চার ম্যাচ। যার মধ্যে দু’টিতে জয় এবং একটি করে ড্র ও হারের মুখ দেখেছে লাল-সবুজের কিশোরীরা। বাংলাদেশের দু’টি জয়ই এসেছে শানঝি প্রদেশের অনূর্ধ্ব-১৪ মহিলা দলের বিপক্ষে। আগের ম্যাচে এই দলটিকে ৪-১ গোলে হারালেও কাল তাদেরকে তিন গোলে কুপোকাত করেন কৃষ্ণা-সানজিদারা। এ ম্যাচের ৬৫ ভাগ বলই ছিল সফরকারীদের পায়ে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের কিশোরীরা। যে কারণে মাত্র ৯ মিনিটেই গোল পায় তারা। এসময় তহুরা খাতুন অসাধারণ দক্ষতায় পাস দেন অনুচিংকে। কিন্তু অনুচিং শেষটা ভালো করতে পারেননি। তবে ফিরতি বল দখলে নিয়ে দুর্দান্ত বাউন্সে গোল আদায় করেন ডিফেন্ডার রাজিয়া (১-০)। ১৭ মিনিট পর ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ২৬ মিনিটে মিডফিল্ডার আঁখি শূন্যের উপর দিয়ে লম্বা পাসে বল ঠেলে দেন ফরোয়ার্ড অনুচিংয়ের দিকে। দৌড়ের মধ্যেই শিনঝির ডিফেন্ডারদের পেছনে ফেলে শটে গোল করে তিনি বোকা বানান গোলরক্ষককে (২-০)। ম্যাচের ৭৬ মিনিটে বাংলাদেশের বদলি গোলরক্ষক রুমকি বল ক্লিয়ার করে ঠেলে দেন রতœার দিকে। তিনি স্বপ্নাকে পাছ দিলে বল নিয়ে শিনঝির গোলমুখে দৌড়ে যান এই ফুটবলার। বল ধরতে এগিয়ে আসেন শিনঝির গোলরক্ষক। ততক্ষণে ফাঁকা বারে বল ঠেলে দেন স্বপ্না (৩-০)। এর মধ্য দিয়ে শানঝি দলের সঙ্গে নির্ধারিত দু’টি ম্যাচ খেলা শেষ করেছে কৃষ্ণা বাহিনী। আজ সফরের শেষ ম্যাচে চায়না ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৪ দলের মুখোমুখী হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলাটি শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।