পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
খুলনা ব্যুরো : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। নগরীর ইউনাইটেড ক্লাবে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনের ভোটযুদ্ধে ৬ সদস্যের পৃথক দু’টি পরিষদ অংশ নিয়েছে। নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচনী বোর্ড।
সূত্রমতে, নির্বচানে প্রতিদ্ব›দ্বীদের মধ্যে একটি হচ্ছে তিনবার চেম্বার সভাপতির দায়িত্ব পালনকারী ও বর্তমান চেম্বার সভাপতি কাজি আমিনুল হক সমর্থিত খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ। অপরটি হচ্ছে খুলনা ব্যবসায়ী সম্মিলিত ঐক্যপরিষদ। যার নেতৃত্বে রয়েছেন সহ-সভাপতির দায়িত্ব পালনকারী এ্যাড. সাইফুল ইসলাম।
ইতোমধ্যে সমর্থকদের জেতাতে হেভিওয়েট ব্যবসায়ী নেতারা ও নির্বাচিত পরিচালকেরা দিনভর নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়েছেন। ফলে বাজার এলাকায় নির্বাচনী মহল ফুটে উঠেছে। এবারের সহযোগী শ্রেণীর নির্বাচনে এক হাজার ৪০৪জন ভোটার রয়েছেন। প্রসঙ্গতঃ ২০১৪ সালের ১৩ ডিসেম্বরে সর্বশেষ নির্বাচন হয়। ওই নির্বাচনে কাজি আমিনুল হক নেতৃত্বাধীন ঐক্য পরিষদই নিরঙ্কুশ জয়লাভ করে।
নির্বাচনী বোর্ডের চেয়াম্যান এ্যাড. আইয়ূব আলী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্নে সকল প্রস্তুতি শেষ গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।