Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রংপুর ফাউন্ড্রি লিমিটেড ও বিএআরআইর মধ্যে সমঝোতা

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চাষাবাদে আধুনিকায়ন এবং নতুন নতুন কৃষি প্রযুক্তি কৃষকদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে রংপুর ফাউন্ড্রি লিমিটেড ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আমজাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আরএন পাল বলেন, দীর্ঘদিন ধরে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য আরএফএল উৎপাদনের পাশাপাশি বাজারজাত করে যাচ্ছে। ‘আমাদের এই পথচলাকে আরো বেগবান করতে ও কৃষকদের আরো আধুনিকায়নের জন্যে আমরা কৃষকদের জন্যে নতুন নতুন কৃষিপণ্য বাজারজাত করব’। ড. আমজাদ হোসেন বলেন, কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষিজাত পণ্য সঠিকভাবে বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বাড়িয়ে এদেশের কৃষি ও কৃষি নির্ভর অর্থনীতিতে আমূল পরির্বতন আনা সম্ভব। রংপুর ফাউন্ড্রি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ আহাম্মদ ফারুকী, জেনারেল ম্যানেজার (সেলস)) আব্দুল কুদ্দুস মিয়া, অপারেশন ম্যানেজার আশফাক আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. লুতফর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ