পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
প্রাণ কনফেকশনারির নতুন পণ্য ‘ক্রিকেট গাম’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এক অনুষ্ঠানে পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস এর উদ্বোধন করেন। এর আগে, জাতীয় ক্রিকেট দলের এই জনপ্রিয় দুই খেলোয়াড় ক্রিকেট গাম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী, মিরাজ ও ইমরুল কায়েস আগামী দুই বছর ‘ক্রিকেট গাম’ এর বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন।
প্রাণ কনফেকশনারির প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ক্রেতাদের রুচি ও স্বাদের ভিন্নতার কথা চিন্তা করে নতুন এ চুইংগাম বাজারে আনা হয়েছে। মিক্সড ফ্রুট ফ্লেভারে তৈরি এ চুইংগাম বর্তমানে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। আগামীতে ক্রিকেট গাম বিদেশেও রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। অপরদিকে চুক্তির বিষয়ে মিরাজ ও ইমরুল কায়েস জানান, ক্রিকেট গাম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। খুব শিগগিরই নতুন এ পণ্যটি সকলের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ ও ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।