প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সাধারণত বিশেষ দিনের নাটক ও টেলিফিল্মে চিত্রনায়িকা পূর্ণিমাকে অভিনয় করতে দেখা যায়। ঈদ এলেই তার ব্যস্ততা বেড়ে যায়। এবারের ঈদেও তাকে একাধিক নাটকে অভিনয় করতে দেখা যাবে। ইতোমধ্যে তিনটি নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন। চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও রাজীবুল ইসলাম রাজীব তাকে নিয়ে নাটক নির্মাণ করতে যাচ্ছেন। চয়নিকা চৌধুরী নির্মাণ করবেন ‘তালপাতার পাখা’ নামের একটি নাটক। এই প্রথম চয়নিকা পূর্ণিমাকে নিয়ে নাটক নির্মাণ করতে যাচ্ছেন। এর শুটিং হবে ২৯ ও ৩০ এপ্রিল। পূর্ণিমা ও ইমনকে নিয়ে শ্রাবণী ফেরদৌস তার নিজের রচনায় নির্মাণ করতে যাচ্ছেন ‘মিসেস কুক’ নাটকটি। নাটকটির শুটিং হবে আগামী ৫ মে। তবে রাজীবুল ইসলাম রাজীবের নাটকটির সিডিউল এখনো নির্ধারিত হয়নি। অনুরূপভাবে গল্পও চুড়ান্ত হয়নি। এদিকে ৫ মে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, ‘আমার বিশ্বাস এবং আমার আশা আমার সহকর্মীরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের প্যানেল জয়লাভ করবে।’ উল্লেখ্য, প্রায় ছয় মাস বিরতির পর মিজানুর রহমানের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্যদিয়ে কাজে ফেরেন পূর্ণিমা। এরই মধ্যে তিনি রায়হান খানের রচনা ও নির্দেশনায় নোবেল ও মোশাররফ করিমের বিপরীতে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে অভিনয় করেছেন। এটি ঈদে আরটিভিতে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।