মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : বহু জল্পনা, কল্পনা ও চরাই-উতরাই পেরিয়ে অবশেষ আগামী ৫ মার্চ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১১ সালের ১৩ই অক্টোবর দুই বছরের জন্য ও ২০১৩ সালে সংসদিত শ্রম আইনে অ-সংগঠিত শ্রমিকদের জন্য ৩ বৎসরের মেয়াদ করে আইন সংশোধিত হয়। এই অজুহাতে আইনকে পাস কেটে বর্তমান কমিটি প্রায় সাড়ে ৪ বছর অবৈধ ভাবে ক্ষমতা দখল করে থাকে। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে ২০১৫ সালের ১১ অক্টোবর সাধারণ সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হয়। এর পরও সংশোধিত সময়ে নির্বাচন না দেওয়ার বিভিন্ন কৌশল প্রয়োগ করেন। ডিসি প্রশাসন ও রাজশাহী শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপে উল্লেখিত ৫ মার্চ নির্বাচনের তফশিল ঘোষিত হয়। উক্ত নির্বাচনে ১৯টি পদের জন্য প্রায় ৭৫ জন মনোনয়ন পত্র জমা দেন। এরপরও নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে বলে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর চৌধুরী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।