Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে টেকসই উৎপাদনে ভূমিকা রাখতে চায় ডেনমার্কের ব্যবসায়ীরা

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশে টেকসই উৎপাদনে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্কের ব্যবসায়ীরা। এই উদ্দেশ্যে ডেনমার্কের জ্বালানি ও পানি ব্যবস্থাপনা খাতের নেতৃস্থানীয় ১৯টি কোম্পানির প্রতিনিধিরা এখন ঢাকায়। প্রতিনিধি দলটির বিশেষ আগ্রহ রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে যেখানে টেকসই উৎপাদনে ডেনমার্কের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডানিডা বিজনেস ডেলিগেশন হিসেবে পরিচিত এই প্রতিনিধি দলটিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের ডেনমার্ক দূতাবাস ও ডেনিশ কোম্পানি অ্যান্ডারসন কনসাল্ট। ‘ডেনিডা বিজনেস’ ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রয়াস যার মাধ্যমে ডেনমার্কের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে এবং প্রধান স্টেক হোল্ডারদের সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছে। তাদের সেবা যেন অবশ্যই বাংলাদেশের টেকসই উন্নয়নে ভূমিকা পালনের সক্ষম হয়-সেটাই প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য। বিশেষ ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর সম্পর্কে বাংলাদেশের ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সোরেন রোবেনহাগেন বলেন, “বাংলাদেশের টেকসই উন্নয়নে ডেনমার্কের পানি ব্যবহার ও জ¦ালানি দক্ষতায় পারদর্শী প্রাইভেট কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তৈরি পোশাক খাতে টেকসই সমাধানের ভালো চাহিদা রয়েছে এবং আমরা আশাবাদী এবারের এই সফরে বেশ কিছু ব্যবসায়ীক সম্পর্ক তৈরি হবে যার মাধ্যমে টেকসই উৎপাদনে ডেনমার্কের প্রাইভেট সেক্টর অবদান রাখতে সক্ষম হবে।” -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ