Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে আয়নাবাজি অবলম্বনে ৭ পর্বের সিরিয়াল

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আয়নাবাজি সিনেমার ছায়া অবলম্বনে এবার টেলিভিশন সিরিয়াল নির্মিত হতে যাচ্ছে। আগামী ঈদে ৭ পর্বের এই সিরিয়াল দেখা যাবে। গত ২৩ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই টিভি সিরিজের ঘোষণা দেয়া হয়। সিরিজটির নাম হচ্ছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ। চলচ্চিত্রের মূল বিষয়কে কেন্দ্র করেই গড়ে উঠছে টিভি সিরিয়ালের বিষয়বস্তু। গল্পের মূল আবহ থাকছে একজন মানুষের জীবনের বিভিন্ন বৈচিত্র্যময় রূপের উপস্থাপনা। ভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং চরিত্রের সঙ্গে সাতটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে থাকছে সাতটি আলাদা পর্ব। সিরিজটি টানা সাত দিন জিটিভি, আরটিভি এবং দীপ্ত টিভিতে একই সঙ্গে একই সময়ে প্রদর্শিত হবে এই এক ঘণ্টাব্যাপী সাতটি পূর্ণাঙ্গ পর্ব। সাতজন পরিচালকের পাশাপাশি আয়নাবাজি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক ও সরাসরি তত্ত্বাবধানে হবে ধারাবাহিক এই সিরিজটি। অমিতাভ রেজা চৌধুরী থাকছেন সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালটেন্ট হিসেবে। পাশাপাশি সৈয়দ গাউসুল আলম শাওন সিরিজটির ক্রিয়েটিভ কনসালটেন্ট। সিরিজটির যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রডাকশন। পরিচালক সাতজন হচ্ছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম রহমান অংশু এবং রবিউল আলম রবি। অমিতাভ রেজা চৌধুরী বলেন, আমার কাছে আয়নাবাজির সবচেয়ে বড় সাফল্য হলো সিনেমা হল থেকে বের হওয়া মানুষগুলোর হাসিমুখ এবং হারিয়ে যাওয়া সিনেমা দর্শককে হলে আনতে পারা। এই প্রাপ্তিকে দেশব্যাপী আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। আমরা আবার আয়নাবাজি নিয়ে আসছি নতুন গল্প এবং চরিত্র সঙ্গে নিয়ে। তবে আয়নাবাজি সিরিয়ালে অভিনয় কারা করছেন, তা এখনো স্পষ্ট নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ