পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় বাংলাদেশ পরমাণুশক্তি কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের দেখার হাওর পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ পরমাণুশক্তি কমিশনের ফিজিক্যাল সাইন্স এটোনিমিকেল কমিশনের সদস্য ড. দিলীপ কুমার সাহা, বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি কমিশনের প্রধান সাইন্টিফিক অফিসার ড. দেবাশিষ পাল ও বাাংলদেশ ক্যামিস্ট্রি ডিভিশনের হেড ড. বিলকিস আরা বেগম।
প্রতিনিধি দল গতকাল রবিবার সকালে তারা দেখার হাওরে যান। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেন এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা সাংবাদিকদের জানান, ‘প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। হাওরের পানিতে তেজস্ক্রিয়তার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি আরো জানান, সুনামগঞ্জের বিভিন্ন হাওর থেকে বিভিন্ন প্রকার পানি, মরা মাছ ও মরা হাঁসের নমুনা সংগ্রহ করে তাদের আরো একটি দল ঢাকায় নিয়ে গেছে। সেখানে ল্যাব টেস্টের পর নিশ্চিতভাবে বলা যাবে এই পানিতে কি আছে।
হাওরে মাছ মরে যাওয়া সম্পর্কে জানতে চাইলে ড. দীলিপ কুমার সাহা জানান, হাওরের ধান পচে ও ধানে সার প্রয়োগ করার ফলে রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে এই মাছ মারা যেতে পারে। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই প্রতিনিধি দল সুনামগঞ্জে পৌঁছান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।