Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পা মাটিতে রাখার অনুরোধ মাশরাফির বিশ্বাস থেকেই বাংলাদেশ ফাইনালে

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ আকাশের চাঁদ হাত দিয়ে ধরব, কখনো এতোটা আশায় বুদ করেন না, অথচ আকাশের চাঁদটাই বার বার হাত দিয়ে ধরছেন মাশরাফি। বিশ্বাসটাই তার কাছে বড়। তাতেই পাচ্ছেন একটার পর একটা সাফল্য। ধর্মশালায় ৯ মার্চ প্রথম রাউন্ড শুরু করবে বাংলাদেশ, তার আগে ৩ ও ৫ মার্চ দু’টি অনুশীলন ম্যাচ বাংলাদেশের জন্য বরাদ্দ রেখেছিল আইসিসি ! এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে না বাংলাদেশ, এমনটা ধরে নিয়েই সূচীটা তৈরি করা হয়েছিল। অথচ, সেই দু’টি ওয়ার্ম আপ ম্যাচ বাদ দিতে হলো আইসিসিকে ! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিতে আইসিনি’র ষড়যন্ত্রের জবাবটা দিয়েছে বাংলাদেশÑবেধে দেয়া সময়সীমার মধ্যে র‌্যাংকিংয়ে ৯ থেকে ৭ এ লাফিয়ে ওঠায়। এবার সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট বিশ্বকাপের শুরুতে ওয়ার্ম আপ ম্যাচের সূচীতেও রদ-বদল আনতে বাধ্য করলো বাংলাদেশ আইসিসিকে ! 

সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে হল্যান্ড,আয়ারল্যান্ড,হংকংয়ের কাছে অতীতে হারÑর‌্যাংকিংয়ে আফগানিস্তানের নীচে পড়ে থাকা। টি-২০ ফরমেটের ক্রিকেটে এতোটা নাজুক অতীত যাদের, টি-২০ ফরমেটে প্রবর্তিত এশিয়া কাপে অংশগ্রহন,বর্তমান এবং সাবেক তিন চ্যাম্পিয়নের সঙ্গে এশিয়া কাপে খেলার সুযোগটাকেই টি-২০ বিশ্বকাপের বড় প্রস্তুতি হিসেবে নিতে হয়েছিল হাতুরুসিংহের শিষ্যদের। অথচ, সেই নুতন ফরমেটের এশিয়া কাপেই এখন ট্রফির লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ ! লীগ পর্বের বাধা পেরিয়ে ফাইনালে মাশরাফিরা।
ভারতের কাছে ৪৫ রানে হার দিয়ে আসরটি শুরু করার পরও নাকি ফাইনালের স্বপ্ন দেখেছে বাংলাদেশ, এবং তা নাকি নিজেদের উপর অগাধ বিশ্বাস থেকেই। গতকাল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সেকথাই বলেছেন মাশরাফিÑ‘ আমরা এখানে চ্যাম্পিয়ন দল হিসেবে খেলতে আসিনি। আমরা যা অর্জন করবো সেটাই আমাদের জন্য একটা অর্জন হয়ে থাকবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মনে হয়েছে আমরা ফাইনাল খেলতে পারি, এ বিশ্বাস ছিলো। লক্ষ্য ছিলো ওয়ান বাই ওয়ান ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে জেতার পর ভাবলাম পাকিস্তানের সঙ্গে জিততে পারি তাহলে ফাইনাল খেলবো।আমরা খুব ভাগ্য যে আজকের ম্যাচটা জিততে পেরেছি।’
বড় কোন স্বপ্ন না দেখিয়ে বাংলাদেশ দলকে তুলেছেন মাশরাফি ফাইনালে। এখন অপেক্ষায় স্বপ্নকে ছাড়িয়ে যাওয়াÑ‘ এখন তো শুধু ফাইনাল ম্যাচই বাকি। তিনটা ম্যাচ জেতার পর আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। সবাইকে বলব মাঠিতে পা রাখতে। সবার স্বাভাবিক খেলা খেলতে। সবাইকে অনুরোধ করবো অপ্রয়োজনীয় চাপ না নিতে। কেউ নিশ্চিত ছিলো না আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো। মনের ভেতরে রাখা বিশ্বাস থেকেই আমরা পেরেছি। ফাইনালে চেষ্টা করবো আমরা সেরাটা খেলার।’
১৮তম ওভারে আমিরের বলে সাকিব ফিরে যাওয়ার পর মিঠুন থাকতে নিজে ব্যাটিংয়ে এসেছেন, পর পর ২টি বাউন্ডারিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পেরেছেন, তা মনে করছেন মাশরাফিÑ‘ তখন বল একটু রিভার্স করছিলো, কোচ এসে আমাকে বলছিলো যদি সাকিব এই ওভাবে আউট হয়(শেষ বলে) তাহলে তোমার যাওয়ার দরকার নেই। এর আগে যদি আউট হয়ে যায় তাহলে তুমি এই চান্সটা নাও। আমি গিয়েই প্রথম বলটা পেয়ে গেছি। দ্বিতীয় বলটা ওটা আমার ব্যাটে লেগে চার হয়ে গেছে। কিছুটা ভাগ্যবান ছিলাম।’ টি-২০তে এই জয়কে বাংলাদেশের অন্যতম সেরা বলছেন তিনিÑ‘ বাংলাদেশের হয়ে প্রত্যেকটি জয়ই আনন্দের। ফাইনাল খেলছি এটা অবশ্যই বেশি আনন্দের। টি-টোয়েন্টি ফরম্যাটে হয় তাহলে এই দুটি চার অবশ্যই ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চার।’
২০১২ সালে এশিয়া কাপে জেতাতে পারেননি মাহামুদুল্লাহ। সে কারনেই দ্য ফিনিশার মাহামুদুল্লাহ’র হাত দিয়ে গতকাল উইনিং শট চেয়েছিলেন মাশরাফিÑ‘আমি চাচ্ছিলাম উইনিং শটটা ওর হাত দিয়ে আসুক। আমাকে এসে বলছিলো কি করবো। আমি বলেছি পাইলে তুই মেরে দে।’ মুস্তাফিজুরের অভাবটা অনুভুত হলেও তাসকিন,আল আমিন আস্থার প্রতিদান দিতে পারায় এই দুই সতীর্থকে দিয়েছেন ধন্যবাদÑ‘ মুস্তাফিজ যদি থাকতো আমাদের আরও ১৫ টা রান কম হতো। তারপরও পাকিস্তানের মতো দলকে ১৩০’র মধ্যে বেধে ফেলাটা কম নয়। তাসকিন আজকে সেটআপ করে দিয়েছে আমাদর। আল আমিন সেটা শেষ করেছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পা মাটিতে রাখার অনুরোধ মাশরাফির বিশ্বাস থেকেই বাংলাদেশ ফাইনালে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ