Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ২ দিন পিছিয়ে গেল ৪র্থ রাউন্ড

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বৈরী আবহাওয়ায় বিপত্তিতে পড়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। আজ এবং আগামীকাল মাঠে গড়ানোর কথা ছিল ৪র্থ রাউন্ড। তবে টানা বৃস্টিতে মাঠগুলো খেলার অনুপযোগী হয়ে পড়ায় চতুর্থ রাউন্ডের খেলা ২দিন পিছিয়ে দিয়েছে সিসিডিএম। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ফতুল্লায় আবাহনী-শেখ জামাল ধানমন্ডী,বিকেএসপি ‘থ্রি’ তে প্রাইম দোলেশ্বর-গাজী গ্রæপ,বিকেএসপি ফোর এ লিজেন্ডস অব রূপগঞ্জ-কলাবাগান ক্রীড়াচক্রের যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আগামীকাল বিকেএসপি ফোর এ প্রাইম ব্যাংক-ভিক্টোরিয়া, বিকেএসপি থ্রি তে ব্রাদার্স-পারটেক্স এবং ফতুল্লায় মোহামেডান-খেলাঘরের ম্যাচ হওয়ার কথা ছিল, পরিবর্তিত সূচীতে এই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য প্রিমিয়ার ডিভিশনে খেলার সর্বশেষ সুযোগ এই রাউন্ডেই। ২৬ এপ্রিল রাতের ফ্লাইটে ক্রিকেট দলের লন্ডনের ফ্লাইট ধরার কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ