নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের লর্ডসে ২০১০ সালের স্পট ফিক্সিংয়ের অভিযোগে টালমাটাল হয়েছিল পুরো পাকিস্তান ক্রিকেট। মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে এ জন্য কারাভোগও করতে হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আবারও নিজের সামর্থ্য প্রমাণ করেছেন আমির। ফলে তার মতই মোহাম্মদ আসিফ ও সালবান বাটকেও জাতীয় দলে ফেরানোর পক্ষে যুক্তি দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। এ দুই ক্রিকেটারকে দ্বিতীয়বার সুযোগ প্রদানের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শাস্তি শেষ হওয়ার পর একজন মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। খেলা, এমনকি সবক্ষেত্রেই সে অধিকার থাকে।’ আমিরের প্রশংসা তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তার মতো অন্য খেলোয়াড়েরাও ফিরে আসার সুযোগ পাবে।’ অবশ্য শাস্তি শেষ করে চলতি বছরের জানুয়ারি থেকে পাকিস্তানের ঘরোয়া লিগে খেলছেন বাট-আসিফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।