Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় ৭ লাখ টাকার বিদেশী প্রসাধনী জব্দ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর খানজাহান আলী সেতু (রূপসা ব্রিজ) এলাকা থেকে গতকাল (বুধবার) ভোরে ৭ লাখ টাকা মূল্যের বিদেশী অবৈধ প্রসাধনী জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত মালামাল খুলনা কাস্টমস্-এ হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, গোপন খবরের ভিত্তিতে খানজাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকা হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা বিপুল পরিমাণ বিদেশী প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত পণ্যসমূহের মধ্যে রয়েছে ফেস ওয়াশ, টুথপেস্ট, ইনো, সাবান, তালমিশ্রী, রং ফর্সাকারী ক্রীম ও ওষুধ ইত্যাদি। বিদেশী এসব প্রসাধনীর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। চোরাচালান নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ