Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাফিক আইন প্রয়োগকালে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়-ডিএমপি কমিশনার

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ট্রাফিক আইন প্রয়োগকালে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে।
গতকাল বুধবার মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ত্রৈমাসিক ট্রাফিক সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া একথা বলেন।
সম্মলনে উপস্থিত ট্রাফিক কর্মকর্তাদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, জনশৃংখলা, জননিরাপত্তা, জনস্বার্থ ও ট্রাফিক শৃংখলা ঠিক রাখতে যথাযথ ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে। আমাদের উদ্দেশ্য ট্রাফিক আইন মানানো, জরিমানা আদায় করা নয়। বিকন লাইট, হাইড্রোলিক হর্ন, হুটার ও স্টিকার ব্যবহার করে কেউ যাতে ট্রাফিক আইন ভঙ্গ করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে। ফুটপাতে কেউ যেন মোটরসাইকেল চালাতে না পারে সে জন্য আরো অধিক পরিমাণে লোহার পিলার ফুটপাতে স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ডিসিদের।
ট্রাফিক বিভাগে নতুন সংযোজিত ভিডিও প্রসিকিউশনের মাধ্যমে প্রসিকিউশন দিতে সব ট্রাফিক সার্জেন্টকে এ সময় তিনি নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাফিক

১২ জানুয়ারি, ২০২৩
১৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ