Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুত সাশ্রয়ে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৪:২২ পিএম

মাননীয় প্রধানমন্ত্রীর দেশবাসীর প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের আহবানে অন্যরকম এক প্রশংসনীয় প্রদক্ষেপ নিয়েছে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট। ট্রাফিক অফিসের ৫টি ফ্লোরের ২৩টি রুমের ৩১টি জানালা থেকে পর্দা অপসারণ করেছে কর্তৃপক্ষ। পর্দা অপসারণ করার ফলে প্রয়োজন পড়ছে না ৪২টি বৈদ্যুতিক বাতি জ্বালানোর। ফলে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে এবং সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার করে জ্বালানী সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে ট্রাফিক বিভাগ। সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা ঘটিকা পর্যন্ত ০৮ ঘন্টা ৪২টি বৈদ্যুতিক বাতি ব্যবহার না করায় প্রতিদিন ৮১৫ ওয়াটে প্রায় ৭ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। গত ২৪ জুলাই ০৩. টায় মাননীয় আইজিপি মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল পুলিশ ইউনিটের সকল তদারককারী কর্মকর্তাগণকে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। ব্রিফ্রিং শেষে এসএমপি'র পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ মহোদয় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণের আদেশ দেন এবং বাস্তবায়ন যোগ্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে এসএমপি'র সকল কর্মকর্তাকে নির্দেশ দেন। এই প্রেক্ষাপটে ফয়সল মাহমুদ, পিপিএম-সেবা, ট্রাফিক বিভাগ এসএমপি, সিলেট উপরোক্ত কার্যক্রম গ্রহণ করেন। এসময় কমিশনার বলেন, দেশের প্রতিটা মানুষ যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন তবে বিদ্যুৎ সংকট মোকাবেলা করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ