বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামীতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান এবং মিল মালিকদের থেকে সরকার চাল কিনবে। গতকাল মঙ্গলবার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে (আইইবি) বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ধান কেনার সময় কোনো মধ্যসত্ত¡ভোগী থাকবে না। যাদের কাছ থেকে ধান কেনা হবে প্রতিটি গোডাউনে কৃষকদের নামের তালিকার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টও থাকবে। চেকের মাধ্যমে ধানের মূল্য পরিশোধ করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, গত বছর সরকার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সাত লাখ মেট্রিক টন ধান কিনেছিল। এবারও সরকার তাদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী বলেন, ধান সংগ্রহের সময় মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা দুর্নীতি করেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমাদের অঙ্গীকার।
মিল মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা মিল মালিকদের কাছ থেকে চাল কিনব। তবে চালের মান অবশ্যই উন্নত হতে হবে। চাল নিম্নমানের হলে মিল মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিএনপি, জামায়াত ও জোট সরকারের আমলে বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল। কিন্তু বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে আমরা বিদেশে চাল রফতানি করছি। ভ‚মিকম্পের সময় আমরা জাপানকে ১০ লাখ মেট্রিক টন চাল সহযোগিতা দিয়েছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদ অ্যাগ্রো ফুড প্রডাক্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ। অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।