Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেনী শহরে তীব্র যানজট

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনী শহরে দিন-রাত ভারী যানবাহন চলাচলে ব্যাপক যানজট দেখা দিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে এই যানজটের সূত্রপাত বলে জানা গেছে। ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে মহাসড়কের মহিপাল অংশে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে যানজট এড়াতে ট্রাক, লরি, কাভার্ডভ্যান, দূরপাল্লার বাসসহ ভারী যানবাহন ফেনী শহরের ট্রাংক রোড দিয়ে চলাচল করে। ইতোমধ্যে গত ১৫ দিনের ব্যবধানে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ও একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। মহাসড়কের ভারী যানবাহনের ধাক্কায় মূলত এ দুইজনের প্রাণহানী ঘটেছে। জেলা আইন-শৃঙ্খলার কমিটির মিটিংয়ে ট্রাফিক পুলিশ ও ফেনী পৌরসভাকে রাত ৯টার পূর্বে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। কিন্তু তা শুধু কাগজে কলমে আর মিটিংয়েই সীমাবদ্ধ রয়েছে। পৌরসভার পক্ষ থেকে মাঝেমধ্যে ভারী যানবাহন চলাচলে মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করা হলেও বিষয়টি কেউ কানে নিচ্ছে না। অপর দিকে ট্রাফিক পুলিশের প্রশ্রয় এবং মদদে দিনদুপুরে শত শত ভারী যানবাহন ফেনী শহর দিয়ে চলাচল করছে। ফলে যানজটে নাকাল হয়ে পড়েছে শহরবাসী। মহাসড়কের স্টার লাইন পাম্প সংলগ্ন দেওয়ানগঞ্জ সড়ক দিয়ে ফেনী শহরে ভারী যানবাহনগুলো প্রবেশ করে। এক পর্যায়ে ট্রাংক রোড হয়ে লালপুলে গিয়ে পুনরায় মহাসড়কে উঠে যানবাহনগুলো। শহরের প্রায় তিন কিলোমিটার সড়ক ব্যবহার করে এই সব যানবাহন চলাচলে দীর্ঘ যানজট লেগে যায়। ট্রাংক রোডের ট্রাফিক মোড় হয়ে এসএসকে রোড, একাডেমি রোড, কোর্ট বিল্ডিং রোডসহ বিভিন্ন সড়কে যাতায়াত করে ফেনীর মানুষ। ট্রাংক রোডে যানজট লেগে থাকায় এসব সড়কের গাড়িগুলো রাস্তার দুই পাশে আটকে যায়। এতে মানুষের দুুর্ভোগের শেষ থাকে না। ট্রাংক রোড হয়ে ফেনীর সদর হাসপাতালে যাতায়াতকারী অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের রোগীরা দীর্ঘ সময় ধরে যানজটে পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়াও সরু সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করার কারণে দুর্ঘটনায় প্রাণহানী বাড়ছে। গত ১৫ দিনে শহরে বেপরোয়া গতির ট্রাক ও কাভার্ড ভ্যানের নিচে পড়ে প্রাণ হারিয়েছে আবু সাইদ জয় (৪৫) ও ইমাম হোসেন প্রিন্স (১৯) নামে দুইজন। এ ছাড়াও একের পর এক আহতের ঘটনা ঘটে চলেছে। মহাসড়কের এই গাড়িগুলো শহর দিয়ে প্রবেশ করায় সাধারণ মানুষের মনে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। ফেনী শহরে বসবাসরত ব্যবসায়ী মো. কামরুজ্জামান সুমন, চাকরিজীবী নাছির, আমির, রফিক আহমেদ ও ছাত্র নুর হোসেন বলেন, এমনিতেই শহরের ট্রাংক রোডে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। তার উপর মহাসড়কের ভারী যানবাহন চলাচলে যানজট, প্রাণহানী ও জনবিড়ম্বনা ক্রমেই বাড়ছে। তার উপর স্থানীয় পরিবহন স্টার লাইন ও এনা গ্রæপের বাসগুলো বর্তমানে ফেনী শহরের ট্রাংক রোড হয়ে চলাচল করায় অনিশ্চয়তা এবং প্রাণহানীর ঘটনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম ফারুককে ফোন করা হলে তিনি বলেন, মহাসড়কের মহিপালে যানজট বেশি হলে অনেক সময় শহরে দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে গত কয়েকদিনে দুই জনের প্রাণহানীর ঘটনায় ভারী যানবাহন চলাচলে কঠোরতা আরোপের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ