Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘মাদার তেরেসা পুরস্কার’ পেলেন এফবিসিসিআই সভাপতি

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ ভারতের সম্মানসূচক ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার’ এ ভূষিত হয়েছেন। সংগঠনটি থেকে পাঠানো এ তথ্য জানানো হয়েছে। রোববার কলকাতা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর বিচারপতি শ্যামল সেন এর কাছ থেকে এফবিসিসিআই সভাপতি এ পুরস্কার গ্রহণ করেন। শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা এবং বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এফবিসিসিআই সভাপতিকে এ পুরস্কার দেয়া হয়েছে। উল্লেখ্য, মাদার তেরেসার সম্মানে ২০০১ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভাপতি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ