Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর ওপর পারিবারিক সহিংসতা বন্ধে চীনে আইন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরিবারে নারীর ওপর নির্যাতন বন্ধে আইন করেছে চীন। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দেশটিতে নিজের পরিবারে নারীদের নির্যাতনের শিকার হওয়াকে ঘরোয়া ব্যাপার হিসেবেই দেখা হয়। তবে নতুন এই আইনের প্রয়োগের মাধ্যমে চীনে পারিবারিক সহিংসতার হার কমবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। অল চায়না উমেনস ফেডারশনের হিসাব অনুযায়ী চীনের বিবাহিত নারীদের ২৫ শতাংশই গৃহ নির্যাতনের শিকার। তবে পর্যবেক্ষকদের ধারণা প্রকৃত হিসাব আরও বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের ঘটনা বাইরে প্রকাশ পায় না। সরকারি ঘোষণা অনুযায়ী, চীনে সব ধরনের পারিবারিক সহিংসতা নিষিদ্ধ। পারিবারিক সহিংসতার ক্ষেত্রে অভিযোগের ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার বিধান থাকছে এই আইনে। তবে সমালোচকরা বলছেন, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে শুধু এই আইনই যথেষ্ট নয়। কারণ নতুন আইনে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীর ওপর পারিবারিক সহিংসতা বন্ধে চীনে আইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ