মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ জানিয়েছেন, গত মাসে তার দেশের জ্বালানি তেল রপ্তানির পরিমাণ শতকরা ৩০ ভাগ বেড়েছে। তিনি জানান, গত ২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ইরান উৎপাদন বাড়িয়ে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে। গত বছরের একই সময়ের চেয়ে তেল উত্তোলনের এ পরিমাণ চার লাখ ব্যারেল বেশি বলে জানান তিনি। তেল রিজার্ভের দিক দিয়ে ইরানে হচ্ছে বিশ্বের মধ্যে দ্বিতীয় প্রধান দেশ। বর্তমানে ইরান প্রতিদিন প্রায় ২৮ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে। এর আগে বিজান জাঙ্গানেহ বলেছিলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই তেহরান দৈনিক তেল উত্তোলনের পরিমাণ পাঁচ লাখ ব্যারেল বাড়াবে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।