Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা সাগরে ভাসছে ভিতরে বসে আছে মমি

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের উপকূল থেকে ৪০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে চালকের আসনে শরীরটা বাঁকিয়ে বসে আছে একজন। আসলে এটা জীবিত মানুষ নয় মানুষের মমি। এটি উদ্ধার হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি ফিলিপাইনের উপকূল থেকে। এটি উদ্ধার করে মাছ শিকারি জেলেরা। মমির হাতটি রেডিও টেলিফোনের কাছে। যেন এখনই একটা ফোন করতে চায়। নৌকোর মধ্যে পাওয়া ছবি, চিঠি ও অন্যান্য নথি থেকে মনে করা হচ্ছে, দেহটি নিখোঁজ জার্মান নাবিক মানফ্রেড ফ্রিৎজ বাজোরাটের। নৌকার পালটা ভাঙা। ৪০ ফুট লম্বা সাদা রঙের ইয়ট জাতীয় নৌকাটির গায়ে নাম লেখা ছিল ‘সায়ো’। জেলে রিভাস এবং তার সঙ্গীরা নৌকাটির মধ্যে ঢুকে চমকে যান। রেডিও রুমে চেয়ারের উপরে বসে রয়েছে আস্ত একটি মমি। নৌকাটিকে সঙ্গে নিয়ে পরের দিন ভূখ-ে ফিরে যায় রিভাসরা। ফিলিপিন্সের বারোবো থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। পুলিশই তার পর ফেসবুকে ঘটনাটি লিখে ওই ইয়ট থেকে পাওয়া ছবিগুলো পোস্ট করে। নথি থেকে জার্মান নাবিক মানফ্রেডের নাম খুঁজে পাওয়ার কথাও তারাই জানায়। মানফ্রেডের পরিবার ফিলিপিন্সে আসছে। ৫৯ বছরের মানফ্রেড ঠিক কত দিন আগে, কীভাবে মারা গিয়েছেন, সেটা এখনও স্পষ্ট নয়। নৌকার মধ্যে টিনে খাবার যথেষ্ট পাওয়া গিয়েছে। ফলে খাবারের অভাব তার হয়নি। নৌকায় দ্বিতীয় ব্যক্তি ছিল না। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকা সাগরে ভাসছে ভিতরে বসে আছে মমি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ