Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই সন্ত্রাসীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ার শুভপুরে মাদকসহ আটকের পর পুলিশকে মারধর করে হ্যান্ডকাপসহ খান সাহেব (৩০) নামের এক মাদক সম্রাটকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় ছাগলনাইয়া থানার এসআই চম্পক বড়–য়া ও এএসআই রাজিব বড়–য়া গুরুতর আহত হয়। সন্ত্রাসীরা পুলিশের একটি ডিসকভার মোটরসাইকেল ভাঙচুর করে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে এলাকাবাসী উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর দেড়টায় উপজেলার শুভপুর ইউনিয়নের ফেনী নদীর তীরবর্তী শুভপুর লেকের পাশে কবিরের স-মিলের সামনে। ঘটনার পর ওসি (তদন্ত) আবুল খায়ের শেখের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ খান সাহেবের সহযোগী, মীরসরাই উপজেলার চত্তরুয়া গ্রামের মৃত তৈয়বের রহমানের পুত্র তবারক হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, এসআই চম্পক বড়–য়া ও এএসআই রাজিব বড়–য়া নেতৃত্বে ঘটনার দিন দুপুরে পূর্ব জয়পুর গ্রামে মাদকের আস্তানায় অভিযান চালায়। এসময় রুহুল আমিনের পুত্র মাদক সম্রাট খান সাহেবকে (৩০) ১২ শ’ গ্রাম গাজা ও ৫৩ পিস ইয়াবাসহ আটক করে। খবর পেয়ে স্থানীয় সন্ত্রাসী রাহিয়ার নেতৃত্বে কামরুল, মারুফসহ পাঁচ-ছয়জন সশস্ত্র সন্ত্রাসী পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে খান সাহেবকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ