Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ায় পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় পুলিশ পরিচয়ে অস্ত্রেরমুখে হ্যান্ডক্যাপ লাগিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আনুমানিক ১০টায় বগুড়া সদরের যশোপাড়া এলাকায়। পরে হ্যান্ডকাপ লাগানো আহত ব্যবসায়ী জালাল হোসেনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ রাউন্ড গুলি, ট্রাফিকের ব্যবহৃত একটি সিগনাল লাইন উদ্ধার করেছে। আহত ব্যবসায়ী জালাল বগুড়া সদরের পিরগাছা সাবেক পাড়ার সৈয়দ জামালের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মোটরসাইকেলযোগে ব্যবসায়ী জালাল যশোপাড়া এলাকায় আসলে ৪ যুবক দু’টি মোটরসাইকেলযোগে তাকে সিগনাল লাইট দিয়ে থামিয়ে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ হাতে লাগিয়ে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে। এ সময় জালালকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করায় সে চিৎকার করতে থাকে। তার চিৎকারে এলাকাবাসী দৌড়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে জালালকে হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া সদর থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে গুলি ও সিগনাল লাইট উদ্ধার করা হয়। অপহরণকারীরা হ্যান্ডকাপ ব্যবহার করলেও এর সাথে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। পূর্ব শত্রæতার জের হিসেবে ব্যবসায়ী জালালকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ