Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জার্মানিতে চাকরি মেলায় হাজারো শরণার্থীর ভিড়

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপে যে লাখ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় অংশটাই হচ্ছে জার্মানিতে। কিন্তু এই পরিমাণ মানুষের কর্মসংস্থান কিভাবে হবে? শরণার্থীদের চাকরি দিতে গেল জার্মানি আয়োজন করেছিল একটি চাকরি মেলার। রাজধানী বার্লিনে অনুষ্ঠিত একটি বহুমুখী কর্মসংস্থান মেলায় গিয়ে হাজির হলেন কয়েক হাজার চাকরি প্রত্যাশী শরণার্থী। গত সোমবার বার্লিনের ইসট্রেল হোটেলের এই অনুষ্ঠানে সরকারি এবং বেসরকারি চাকরির সমন্বয় ঘটিয়ে শরণার্থীদের কাজে লাগানোর জন্য প্রযুক্তি, চিকিৎসা, পর্যটন এবং নির্মাণ কাজসহ আরও অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই মেলার সহ-উদ্যোক্তা এবং জার্মানির রাষ্ট্রীয় কর্মসংস্থান সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান হেনকেস সংবাদ মাধ্যমকে বলেন, আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ এসেছে এই মেলায়। প্রায় ৪ হাজার চাকরি প্রত্যাশী উপস্থিত হয়েছে এখানে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানিতে চাকরি মেলায় হাজারো শরণার্থীর ভিড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ