Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ককে ৭০ কোটি ডলারের স্মার্টবোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের কাছে প্রায় ৭০ কোটি ডলারের স্মার্টবোমা বিক্রির চুক্তি করছে পেন্টাগন। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে আঙ্কারার উত্তেজনা যখন চরম পর্যায়ে তখন এ চুক্তি করা হলো। তুর্কি সেনা কর্মকর্তারা বলেছেন, যখন তুরস্ক একটি অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে সে সময় এ চুক্তি হলো তাই একে সময়োপযোগী বলা যায়। তুরস্কের কাছে যেসব বোমা বিক্রি করা হবে তার মধ্যে বিএলইউ-১০৯ বাঙ্কার বিধ্বংসী বোমাও থাকবে। এই প্রথম এ জাতীয় বোমা তুরস্কের কাছে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বিএলইউ-১০৯ বোমায় ট্রাইটোনাল নামে পরিচিত প্রায় সাড়ে পাঁচশ পাউন্ড বিস্ফোরক থাকে। ভূগর্ভে আঘাত হানা না পর্যন্ত এ বোমা বিস্ফোরিত হয় না। ইরাক এবং আফগানিস্তানে এ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালের মধ্যে সব বোমা সরবরাহ করা হবে বলে প্রত্যাশা করছে আংকারা। অপর এক খবরে বলা হয়, তুরস্কের কাছে প্রায় ৭০ কোটি ডলারের স্মার্টবোমা বিক্রির চুক্তি করছে পেন্টাগন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ককে ৭০ কোটি ডলারের স্মার্টবোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ