Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্ত্রাকে সক্রেতিসের উপহার

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয়ে দুঃস্বপ্ন থেকে বের হয়ে আসার ইঙ্গিত দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে তারা জিতেছে ৩-১ গোলে। একটি করে গোল করেন মার্কো রয়েস, সক্রেতিস ও পিয়ের-এমেরিক আবেমেয়াং। নিজের গোলটি মার্ক বার্ত্রাকে উৎসর্গ করেন সক্রেতিস। এসময় বার্ত্রার ৫ নম্বর জার্সিটি তুলে ধরেন তারা।
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে নিজেদের মাঠে যাওয়ার পথে হামলায় শিকার হয় তাদের বহনকারী বাস। সেদিনের হামলায় আহত হন স্প্যানিশ ফুটবলার বার্ত্রা। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে করা গোলটিকে নিজের ক্যারিয়ারের ‘সুন্দরতম’ গোল হিসেবে আখ্যায়িত করেন সক্রেতিস।
একই রাতে বুন্দেসলিগার আরেক ম্যাচে দশজনের লেভারকুসেনকে পেয়েও জিততে পারেনি বায়ার্ন মিউনিখ। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না ‘গোলম্যাশিন’ খ্যাত রবার্ট লেভান্দোভস্কি। ডেভিড আলাবা ও আর্তুরো ভিদালরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। খুব কাছ থেকে জালে বল পাঠাতে ব্যর্থ হন ফিলিপ লামও। রিয়াল মাদ্রিদের বিপক্ষের সেই একই দল নিয়েও তাই গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় কার্লো আনচেলত্তির দলকে।
ফলে দ্বিতীয় স্থানে থাকা লিপজিংয়ের সাথে বায়ার্নের পয়েন্ট ব্যবধান নেমে দাঁড়াল আটে। ঘরের মাঠে এদিন ফ্রেইবার্গকে ৪-০ গোলে হারায় মৌসুমে চমক জাগানো লিপজিং। লিপজিংয়ের লক্ষ্য অবশ্য শিরোপা নয়, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া। ‘রেড বুলস’ খ্যাত দলটির কোচ রাল্ফ হাসেনহুয়েত্তির ভাষ্য তেমনি, ‘আমাদের আসল লক্ষ্য হল অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া।’
শীর্ষস্থান ধরে রাখলো মোনাকো
স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানেও শীর্ষস্থান ধরে রেখেছে মোনাকো। নিজেদের মাঠে এদিন তারা পিছিয়ে থেকেও নাবিল দিরার ও রাদামেল ফ্যালকাওয়ের গোলে ডিজনকে হারায় ২-১ ব্যবধানে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির চেয়ে তিন পয়েন্টে এগিয়ে মোনাকো। চার পয়েন্ট ব্যবধানে তিনে থাকা নিস এদিন নিজেদের মাঠে ন্যান্সিকে হারায় ৩-১ গোলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্ত্রা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ