Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটাররা সঠিক ও যথার্থ পথ বেছে নিয়েছেন : রুহানি

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের পার্লামেন্ট নির্বাচনে সঠিক ও যথার্থ পথ বেছে নেয়ার জন্য ইরানি ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির সংস্কারপন্থী প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেছেন, এদেশের মালিক হচ্ছে জনগণ... তারা এদেশের চলার পথ ও দিক নির্ধারণ করে থাকেন। আমি আমাদের বুদ্ধিমান ও সাহসী জনগণকে ধন্যবাদ জানাই। তারা সম্মুখে কদম ফেলেছেন। ইরানের সদ্য সমাপ্ত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে রুহানির মিত্ররা। এর প্রেক্ষিতেই গত মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত অটো ইন্ডাস্ট্রি সম্মেলনে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনেরও প্রতিশ্রুতি দেন ড. রুহানি। গত প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের বিপুল বিজয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি এখনও কেউ কেউ মনে করে থাকেন যে, অন্যদের সঙ্গে আমাদের সংঘাতে যাওয়া উচিৎ তাহলে তারা ২০১৩ সালের বার্তা উপলব্ধি করতে পারেননি। রুহানি বলেন, সহযোগিতা হওয়া উচিত সবার স্বার্থ। আজ সংঘাতের যুগের অবসান ঘটেছে। সূত্র : ইয়াহু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটাররা সঠিক ও যথার্থ পথ বেছে নিয়েছেন : রুহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ