Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় ফেনসিডিল চোরাচালানীদের গুলিবর্ষণ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : বাধার মুখে জনতাকে লক্ষ্য করে চোরাচালানীরা ৪ রাউন্ড গুলিবর্ষণ করে ফেনসিডিল নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় কলারোয়া সীমান্ত সংলগ্ন চন্দনপুর ইটভাটার পাশে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চোরাচালানের লাইনম্যান রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলাম তার পাহারার টাকা নেয়ার জন্য গতকাল ভোর আনুমানিক সাড়ে ৪টায় চান্দুড়িয়ার দিক থেকে আগত ফেনসিডিলবাহী একটি মোটরসাইকেল থামার সঙ্কেত প্রদান করে। সঙ্কেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করা হলে চোরাচালানী লাইনম্যান আক্তারুল ধাক্কা দিয়ে ফেনসিডিলবাহী মোটর সাইকেল রাস্তায় ফেলে দেয়। শব্দ শুনে পাশের বাড়ির লোকজন বের হয়ে আসে। তৎক্ষণাৎ আরো একটি ফেনসিডিলবাহী মোটর সাইকেল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এ সময় জনতার উপস্থিতিতে অবস্থা বেগতিক দেখে ফেনসিডিলবাহী মোটর সাইকেলে থাকা চন্দনপুর গ্রামের জনৈক রেজাউল ও শুকচান দু’টি পিস্তল থেকে ৪ রাউন্ড গুলিবর্ষণ করে ফেনসিডিল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কলারোয়া থানার দারোগা আজম ঘটনাস্থলে পৌঁছে পিস্তলের ৪ গুলির খোসা উদ্ধার করে থানায় নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ