Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় ভোটের জন্য চোরাচালানে সহায়তার প্রতিযোগিতা

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ায় ভোট নেয়ার জন্য সীমান্তে চোরাচালানে সহায়তার প্রতিযোগিতা শুরু হয়েছে। ফলে কলারোয়া সীমান্তে চোরাচালানের ঢল নেমেছে। চোরাচালানীদের দৌরাত্মে সাধারণ মানুষের পথ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশ্য দিবালোকে কেড়াগাছি থেকে বালিয়াডাঙ্গা, লাঙ্গলঝাড়া বাজার হয়ে কলারোয়া সড়কে এবং মুক্তিবাড়ি হয়ে ঝাউডাঙ্গা সড়ক, দক্ষিণ ভাদিয়ালী থেকে বোয়ালিয়া হয়ে শাহাপুর বা দমদম হয়ে কলারোয়া সড়কে, উত্তর ভাদিয়ালী থেকে সাবানা মোড়, দমদম হয়ে কলারোয়া সড়কে, কেড়াগাছি, দক্ষিণ ও উত্তর ভাদিয়ালী থেকে সোনাবাড়িয়া হয়ে যশোরের বাগআঁচড়া সড়কে, চান্দা, বড়ালী থেকে নকাটির বিলের ভিতর হয়ে বাগআঁচড়া সড়কে, হিজলদী সুলতানপুর থেকে রামভদ্রপুর হয়ে বাগআঁচড়া সড়কে এবং গোয়ালপাড়া, চান্দুড়িয়া ও কাদপুর সীমান্ত থেকে বাগআঁচড়া সড়কে ভারতীয় পণ্যবাহী বেপরোয়া যান চলাচল করছে। ভারতীয় পণ্যবাহী বেপরোয়া যান মোটরসাইকেল, নসিমন ও ইঞ্জিনভ্যান চলাচালর সময় ভয়ে মানুষ রাস্তা ছেড়ে পাশে যেয়ে দাঁড়তে বাধ্য হয়। এদিকে বেশিরভাগ ক্ষেত্রে রাতে এসব ভারতীয় পণ্য সীমান্ত অতিক্রমে কাজ হয়। আর নদী সীমান্তে আগাম এনে রাখা ভারতীয় পণ্য দিনের বেলা সুযোগ বুঝে পারাপারের কাজ করা হয়। শুধু তাই নয়, কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির দেড়শ’ গজ পশ্চিম পাশে গাড়াখালী ঘাট খোলা হয়েছে। এছাড়া নো-ম্যানস ল্যান্ডে অবস্থিত বিজিবি টহল পোস্টের অদূরে চালু হয়েছে কেড়াগাছি চারাবাড়ি ঘাট, কেড়াগাছি কুটিবাড়ি ঘাট, কেড়াগাছি রথখোলা ঘাট, গাড়াখালী ঘাট, দক্ষিণ ভাদিয়ালী ঘাট, ভাদিয়ালী তেতুলতলা ঘাট, ভাদিয়ালী কামারপাড়া ঘাট, রাজপুর খা বাগান ঘাট, চান্দা ঘাট, বড়ালী ¯øুইচগেট ঘাট, হিজলদী ভদ্রশাল ঘাট, হিজলদী শিশুতলা ঘাট, সুলতানপুর তালসারি ঘাট। সীমান্তের প্রভাবশালী চোরাচালানী নেতৃত্ব চেয়ারম্যান মেম্বর পদে প্রতিদ্ব›িদ্বতা করায় তাদের কল্যাণে চোরাচালানের এই সুযোগ করে দেয়া হয়েছে বলে সূত্র জানায়। এছাড়া কোন চোরাচালানী পণ্য ধরা পড়লে তা ছাড়ানোর জন্য প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়ছে। ফলে কলারোয়া সীমান্তে চোরাচালানের ঢল নেমেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলারোয়ায় ভোটের জন্য চোরাচালানে সহায়তার প্রতিযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ