বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সখিপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলার পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার তালতলা দক্ষিণ পাড়া এলাকায় অনিক পার্কের ম্যানেজার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ১১/১২জন সন্ত্রাসী বঙ্গবন্ধু ক্লাবের নগদ টাকা লুট করে ও আসবাবপত্র, জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ এপ্রিল দিবাগত রাত ১১টার সময়। এ ব্যাপারে মো.রফিকুল ইসলাম জুলহাস বাদী হয়ে ১১জনকে আসামী ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। স্থানীয়রা জানায়, অনিক পার্কে দেহ ব্যবসা, মাদক ব্যবসাসহ প্রবাসীদের স্ত্রীদের ফাঁদে ফেলে গোপনে নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছিল। বঙ্গবন্ধু ক্লাবের সৈনিকেরা এর বিরোধিতা করায় অনিক পার্কের ম্যানেজার মোয়াজ্জেম হোসেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্লাবে ধ্বংসযজ্ঞ চালায় এবং জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এ বিষয়ে অভিযুক্ত অনিক পার্কের ম্যানেজার মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।