Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুস্তাফিজের জায়গায় বিশ্বের কেউ নেই’

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ভারতের বিপক্ষে শিশিরের কারণে বল গ্রিপ করতে পারেননি, কাটার মাস্টার মুস্তাফিজুরকে ভয়ংকর রুপে দেখা যায়নি সে কারণেই। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিরেছিলেন এই বাঁ হাতি পেস বোলার চেনা ছন্দে। ৪-০-১৩-২, এমন বোলিংয়ে ১৮টি করেছেন ডট। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসে প্রথম টুয়েন্টি-২০ ম্যাচ জয়েও রেখেছেন অবদান (৪-০-১৯-১)। ডট বলের সংখ্যা ওই ম্যাচে ১১টি! এমন বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মুস্তাফিজুরের দিকেই ছিল তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। তবে শ্রীলংকার বিপক্ষে ডান পাজরের চোট এশিয়া কাপ থেকে ছিটকে ফেলেছে মুস্তাফিজুরকে। যাকে ঘিরে বাংলাদেশ দলের বোলিং আক্রমণ হয় আবর্তিত, তাকে হারিয়ে বিলাপ করতে হচ্ছে তাই অধিনায়ক মাশরাফিকে। মাশরাফির ক্যাপ্টেনসি অধ্যায়ে প্রধান বোলিং অস্ত্র মুস্তাফিজুর, বিস্ময় বোলারে আবির্ভূত মুস্তাফিজুরের জায়গা বিশ্বের অন্য কোন বোলারকে দিয়ে পূরণ করা সম্ভব নয়। এমন বিলাপই করেছেন মাশরাফিÑ ‘মুস্তাফিজ খেলতে পারছে না, আমাদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ। খুব অল্প সময়ে সে যেভাবে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, সেটা অবিশ্বাস্য। ওর জায়গা নিয়ে খেলার মতো কোনো বোলার এখন বিশ্বেই নেই। ওর জায়গায় যে আসবে, তার জন্যও কাজটা খুবই চ্যালেঞ্জিং হবে। আমরা যদি মনে করি মুস্তাফিজের জায়গায় যে আসবে, সে ওর মতোই পারফর্ম করবে, তাহলে সেটা অন্যায় হবে। এই ব্যাপারটা সবার মনে রাখা উচিত। ’
পাকিস্তানের বোলিং কোচ সাবেক পেস অল রাউন্ডার আজহার মেহমুদও মুস্তাফিজুরকে একই সার্টিফিকেট দিয়েছেনÑ ‘প্রথমত আমি তাঁর ইনজুরির জন্য দুঃখপ্রকাশ করছি। তিনি দলে নেই। তিনি বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। কিন্তু এটা দুর্ভাগ্য নয়। এটা পেশাদার ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।’
মুস্তাফিজুর না থাকায় পাকিস্তানের বিপক্ষে কম্বিনেশনে আসছে পরিবর্তন, তা বলাই বাহুল্য। ৪ পেস বোলার নিয়ে এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে খেলেছে বাংলাদেশ। তবে মুস্তাফিজুর না থাকায় এই চার পেসার তত্ত্ব থেকে বেরিয়ে আসার আভাসই গেছে পাওয়া। সৌম্য’র ওপেনিং পার্টনার হিসেবে ফিরছেন আজ অভিজ্ঞ এবং সময়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তামীম ইকবাল। পাকিস্তানের ভয়ংকর পেস অ্যাটাকের জবাব দিতে বোলিং কম্বিনেশনে বৈচিত্র আনতে চতুর্থ পেস বোলারের পরিবর্তে একাদশে একজন স্পিনার বাড়ানোর আভাসই দিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সেক্ষেত্রে একাদশে নাসিরের ফেরার দাবিটা হয়েছে জোরালো। পীচ যেভাবে পেস ফ্রেন্ডলী থেকে ব্যাটসম্যানদের দিকে ঝুঁকে পড়েছে, তাতে লোয়ার অর্ডারে ব্যাটসম্যান কমিয়ে বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে নিয়ে একাদশ সাজালে তাতে অবাক হওয়ার কিছুই নেই। মাশরাফিও কন্ডিশন, প্রতিপক্ষ বিবেচনায় একাদশ সাজানোর পক্ষপাতীÑ ‘কম্বিনেশন, প্রতিপক্ষ- এ সব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’
আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তানের পেস অ্যাটাক। তার সঙ্গে দ্বিমত করছেন না বাংলাদেশ কোচ। বড় প্রতিপক্ষ ভাবা হচ্ছে পাকিস্তানের বাঁ হাতি পেস বোলার মোহাম্মদ আমিরকেই। এশিয়া কাপে পাকিস্তানের হয়ে যাওয়া ২ ম্যাচে ভারতের বিপক্ষে ৩/১৮, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেখানে ২/৬! ওই দুই ম্যাচ মিলে ৪৮টি ডেলিভারির মধ্যে ৪০টিই আবার ডট! কি ভয়ংকর বোলিংই না করেছেন আমির! বাংলাদেশের বিপক্ষে তাই পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদের ট্রাম্প কার্ড আমিরÑ ‘বোলিংটাই আমাদের শক্তি এবং আমি সবসময়ই সেটার ওপর আস্থা রাখব। কারণ, পিচে যথেষ্ট সুইং হচ্ছে এবং অনেক বাউন্স আছে। ফেরার পর আমির যেভাবে করছে সেখান থেকে বলতে পারি ও বিশ্বমানের বোলার।’
ভারতের বিপক্ষে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে ব্যাটিং ছন্দে ফিরেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষেও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ভাল করার তাগিদ শিষ্যদের দিয়েছেন আজহার মেহমুদÑ ‘সর্বশেষ ম্যাচে জয়ের পর দলের মনোবল অনেক ভাল। যেভাবে মালিক ও উমর খেলাটা শেষ করেছে সেটা দারুন ব্যাপার। এখানকার উইকেট কিছুটা কঠিন। টুর্নামেন্ট যতই এগিয়ে যাচ্ছে ততোই ঘাস থাকছে না। গতকালের (সোমবার) ম্যাচে ছিলই না। আমি মনে করি আমাদের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। পরের ম্যাচগুলোয় বোলিংয়ে আমরা যতটা ভাল করব, তেমনি ব্যাটিংয়েও ভাল করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘মুস্তাফিজের জায়গায় বিশ্বের কেউ নেই’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ