Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে যৌন হয়রানি তিনজনের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেনÑ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ রিয়াদ ও শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। গতকাল বুধবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে বিচারক মো. মোহিতুল হকের আদালতে এ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. আবদুল মালেক জানান, যৌন হয়রানির ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও মারধর ঘটনার প্রতিবাদ করায় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলমকে পিটিয়ে আহত করে তার অনুসারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ