বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম নিম্ন আদালতে চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মওদুদ আহমদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। গত বছরের ডিসেম্বর মওদুদের করা এক ফৌজদারি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অপর একটি বেঞ্চ তার নাইকো মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন আদালত।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ
হোসেনের বিরুদ্ধে মামলা চলবে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আলতাফ হোসেনের পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী। সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ঢাকার রমনা থানায় একটি মামলা করে দুদক। বর্তমানে নিম্ন আদালতে মামলাটি বিচারাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।