Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পালন অপসাংস্কৃতিক আগ্রাসনের ফসল -তাহফিজে হারামাইন পরিষদ

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে মঙ্গল শোভাযাত্রাসহ বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করার নির্দেশ দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক যে, শতকরা ৯৩ ভাগ মুসলিম অধ্যুষিত এদেশে সরকার বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দিতে চান। আমরা সরকারের এ নির্দেশ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, বাংলা নববর্ষের প্রথম পহেলা বৈশাখে মুসলিম সংস্কৃতিবিরোধী কোনো রীতিনীতি পালিত হয়নি। পরবর্তীতে মুসলমানদের ওপর অপসাংস্কৃতিক রীতিনীতি চাপিয়ে দেয়া হয়। মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হতে পারে না। তাছাড়া নতুন বছরকে কেন্দ্র করে নানা রঙ্গের সাজসজ্জা বিশেষ করে পান্তা-ইলিশ খাওয়ার প্রতিযোগিতা ইসলাম সমর্থন করে না ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পহেলা

২২ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২
১৪ এপ্রিল, ২০২১
১৪ ফেব্রুয়ারি, ২০২১
১৩ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ