Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে রেলওয়ের রাস্তার উপর অবৈধভাবে দোকান নির্মাণ

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর শহরের রেলওয়ের চলাচলের রাস্তার উপর অবৈধভাবে দোকান নির্মাণ করেছে এক প্রভাবশালী। এর ফলে চলাচলে জনসাধারণের সৃষ্টি হচ্ছে দুর্ভোগ। সোমবার বিকেলে ক্লাব রোডের রাস্তা ও ড্রেনের উপর ওই এলাকার প্রভাবশালী হাশেম তালুকদার অবৈধভাবে দোকান ও ছাউনি নির্মাণ করেন। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। শহরের ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ এলাকা রেলওয়ে ক্লাব রোড দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ ও যাত্রী সাধারণ লঞ্চ, ট্রেন ও স্টিমারে যাতায়াত করে থাকে। ফলে এ রাস্তাটি অতি গুরুত্ব বহন করে চলছে। এলাকাবাসী ও কমিউনিটি পুলিশের বাধা উপেক্ষা করে আবুল হাশেম তালুকদার ও তার ছেলে আবুল কালাম রাস্তার উপর দোকান নির্মাণ ও ১৫/২০ হাত লম্ব টিনের চালা রাস্তার উপর দিয়ে ক্রেতাদের বসার জন্য ছাউনী নির্মাণ করেন। রাস্তার উপর দোকান ও ছাউনি দেয়ায় পথচারী ও রিক্সা চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। রাস্তাটি সরু হওয়ায় দুটি রিক্সা চলাচল করতে সমস্যা হচ্ছে। তার উপর আবার দোকান ও ছাউনী নির্মাণ করা হয়েছে। দোকান নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ দোকানের পাশেই রয়েছে হাশেম তালুকদারের বাসা। এ ব্যাপারে হাশেম তালুকদারের সাথে কথা হলে অবৈধভাবে দোকান নির্মাণ করার কথা স্বীকার করে বলেন রেলওয়ে যখন বলবে তখন দোকান সরিয়ে নিবেন বলে জানান। এ ব্যাপারে রেলওয়ে ভূমি দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহান শরীফ বলেন বিষয়টি যখন আমি জেনেছি তখন খোঁজ নিয়ে অবশ্যই আমি ব্যবস্থা গ্রহণ করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ