বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহে মাত্র দশ মাসে ৪২ হাজার ৭৭৬ জন নতুন করদাতা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত বছরের ৩০ জুন পর্যন্ত কর অঞ্চল ময়মনসিংহে করদাতা ছিল ৬৪ হাজার ৯০৬ জন। চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ বিভাগে মোট করদাতার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭ হাজার ৬৮২ জন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় কর অঞ্চল ময়মনসিংহ কার্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার রাজস্ব হালখাতা উপলক্ষে এক প্রেস ব্রিফিয়ে কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কর অঞ্চল ময়মনসিংহ কার্যালয়ে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত হবে। ‘বকেয়া কর আদায় নয়, পরিশোধ’ স্লোগানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে করদাতাদের উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো: ফজলুর রহমান, যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল, সহকারী কর কমিশনার সৌমিত্র চক্রবর্তী ও ফিরোজা আক্তার। ব্রিফিংয়ে ময়মনসিংহের কর্মরত সাংবাদিক ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।