Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে জাটকা পরিবহনের দায়ে ৮ জনকে দন্ড

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে ১০ মন জাটকাসহ ৮ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার সকাল ৮টায় শহরের বাবুরহাট এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ বাছির আলম ও এএসআই মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিক্সা থেকে তাদেরকে আটক করে। বেলা ১১টায় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চার জন জাটকা ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং চার সিএনজি চালককে ১৬ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।
এক বছর করে সাজাপ্রাপ্তরা হলেন, শহরের বড়স্টেশন এলাকার ওয়াহিদ আলীর ছেলে আলী আহাম্মদ, সায়েদ আলী বেপারীর ছেলে বিল্লাল বেপারী, মৃত দেলোয়ার হোসেন বেদার ছেলে সজীব হোসেন পেদা ও রেলওয়ে কলোনীর আ. মান্নান বেপারীর ছেলে মানিক বেপারী।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, পদ্মা বাসের ডাইভার ফরিদগঞ্জ উপজেলার মৃত রজমান খানের ছেলে ইয়াছিন খান ও হেলপাড় কচুয়া উপজেলার লনি মজুমদারের ছেলে লিটন মজুমদারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা। এবং সিএনজির ড্রাইভার সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার মতৃ জামাল শেখের ছেলে সোহাগ ও কুমিল্লা জেলার আ. জব্বারের ছেলে সুমনকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ