বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : সোমবার দুপুরে উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদরাসার নজরানা শাখার ছাত্র নাজমুল (১১) ও নাঈম (০৮) নামে দুই সহোদরের মাদরাসা সংলগ্ন পুকুরে ডুবে মর্মান্তিক ঘটে। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ফিরোজ হাওলাদারের পুত্র নাজমুল ও নাঈম তাফাল বাড়িয়ায় নানার বাড়ি থেকে হাফেজি মাদরাসায় পড়াশুনা করত। ফিরোজ হাওলাদার চট্টগ্রামে একটি কারখানার কাজ করে।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আ. কুদ্দুস জানান, আজ সোমবার সকালে মাদরাসায় ক্লাশ শেষে দুপুরে মাদরাসাসংলগ্ন পুকুরে ওই দুই সহোদর গোসল করতে গেলে ছোট ভাই পুকুরে পড়ে গেলে বড় ভাই ছোট ভাই নাঈমকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদরই পানিতে ডুবে যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই সহোদরের মামা সোহেল দর্জি জানান, মাসে খানে পূর্বে চট্টগ্রামে বসে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হলে লালন পালনের জন্য তাদের বাড়িতে এনে মাদরাসায় ভর্তি করে দেন। দুরারোগ্য ব্যাধিতে মায়ের মৃত্যুর এক মাসের মাথায় দুই শিশু সহোদরের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।