পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের মাছ চাষীদের জন্য ঋণ সুবিধা বিকাশে বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন (বিএসএফএফ) এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর দিলকুশায় ইউনুস ট্রেড সেন্টারে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী রশিদ এ চৌধুরী, মৎস্য অধিদপ্তরের পরিচালক আরিফ আজাদ, সাবেক বাণিজ্য সচিব মো. গুলাম হুসেইনসহ মৎস্য অধিদপ্তর, বিসিবি ও বিএসএফএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে ক্ষুদ্র মাছ চাষীরা বাংলাদেশের মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। অবকাঠামো, মানসম্মত পোনা ও মৎস্য খাবার খাতে বিনিয়োগ করলে ক্ষুদ্র মৎস্য চাষীদের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। নানাবিধ সমস্যার কারণে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানসমূহ এই খাতে তাৎপর্যমূলক বিনিয়োগ করতে পারছে না।
বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন (বিএসএফএফ) এবং বাংলাদেশ কর্মাস ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে এখন থেকে ক্ষুদ্র মাছ চাষীরা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিশেষ সুবিধা পাবেন। ন্যূনতম খরচে ঋণ গ্রহণ করা ছাড়াও ঋণ পুনঃতফসিল সুবিধা থাকায় এবং উৎপাদন চক্রের সঙ্গে সমন্ধয় করার সুবিধা থাকায় এই ঋণ সুবিধাভোগীর জন্য বোঝা হবে না।
সমঝোতা স্মারক সই শেষে বিএসএফএফ এবং বিসিবি উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশা প্রকাশ করেন এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে মৎস্য খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ নিশ্চিত করেন মৎস্য অধিদপ্তর সব সময় ক্ষুদ্র মাছ চাষীদের সহায়তার করতে প্রতিজ্ঞাবদ্ধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।