প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নোবেল, মোশাররফ করিম এবং পূর্ণিমাকে নিয়ে ঈদের জন্য নাটক নির্মাণ করেছেন পরিচালক রায়হান খান। নাটকটির নাম যখন সময় থমকে দাঁড়ায়। এটি নির্মিত হচ্ছে আরটিভির জন্য। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে গত ৭ এপ্রিল নাটকটির শুটিং হয়। নাবেল বলেন, ‘পূর্ণিমা একজন গুছানো অভিনেত্রী। অভিনয় করার সময় জানে সে কী করছে। একজন শিল্পীর জন্য এটা জানা খুব জরুরি। আর মোশাররফ করিমতো অভিনয়ের একজন মহাজন। তার সঙ্গে অভিনয় করে আমি গর্ববোধ করছি।’ মোশাররফ করিম বলেন, ‘পূর্ণিমার সঙ্গে এর আগে একটি নাটকেই কাজ করেছি। তবে নোবেল ভাইয়ের সঙ্গে এবারই প্রথম। গল্পটা খুবই দারুণ একটি গল্প। গল্পটা আমার কাছে অভিনয়ে বেশি মনোযোগ দাবি করছে। আমি মনোযোগ দেয়ার চেষ্টা করছি। নোবেল ভাই আমার পছন্দের একজন মানুষ, তার সঙ্গে কাজটি উপভোগ করছি।’ পূর্ণিমা বলেন, ‘নোবেল ভাই এমন একজন মানুষ, যার মতো মানুষ আমি খুব কম দেখেছি। সেই ছোটবেলা থেকেই তার ভক্ত আমি। তার কথা বলা, ফ্যাশন, পার্সোনালিটি সবমিলিয়ে অসাধারণ। অন্যদিকে মোশাররফ ভাই একজন শক্তিমান অভিনেতা। দু’জন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় আমার কাছে অনেক ভালো লাগার জন্ম দিয়েছে।’ উল্লেখ্য, এর আগে নোবেল ও পূর্ণিমা রায়হান খানের নির্দেশনায় হুমায়ূন আহমেদ’র লেখা ‘যদি ভালো না লাগে দিওনা মন’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন ২০১১ সালে। মোশাররফ করিম ও পূর্ণিমা অভিনয় করেছিলেন ২০১৫ সালে তুহিন’র নির্দেশনায় ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন’ নাটকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।