চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আমলের (কেন্দ্রীয় কর্মপরিষদ) নিয়মিত বৈঠকে নেতৃবৃন্দ বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের সর্বোচ্চ আইনাঙ্গনে অশ্লীল দেবী থেমিসের মূর্তি স্থাপন ইসলামের বিরুদ্ধে চরম অবমাননা এবং ধৃষ্টতার শামিল। মুসলমানদেরকে মূর্তির দিকে মনোযোগ আকর্ষণের জন্য গভীর ষড়যন্ত্রের অংশ। তারা বলেন, অবিলম্বে মূর্তি অপসারণ করা না হলে ধর্মপ্রাণ ইসলামী জনতা রাজপথে নামতে বাধ্য হবে। গত রবিবার বিকালে ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আমলের (কেন্দ্রীয় কর্মপরিষদ) নিয়মিত বৈঠক মজলিসে আমলের অন্যতম সদস্য মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অফিস সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক সদস্য- মাওলানা রফিকুল ইসলাম খন্দকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।