বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ওয়াটসআপ গ্রæপে ছড়িয়ে দেয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে রফিক আলী নামের একযুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ে করা হয়েছে। সে উপজেলার চরমহল্লা ইউপির কাইল্যারচর গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র। গত ৫এপ্রিল মামলাটি করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি এফ এম ফয়সল আহমদ। জানা যায়, অভিযুক্ত রফিক আলী তার ব্যবহৃত মোবাইল ০১৭৮২-৫২৯৬৪০ নাম্বার থেকে ৫এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৯মিনিটে ‘আইডিয়াল ক্লাব কাইল্যারচর’ নামক ওয়াটসআপ গ্রæপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবির বিকৃতি ঘটিয়ে ছবিটি ছড়িয়ে দেয়। সে ক্লাবের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এঅভিযোগে বাদি এফএম ফয়সল আহমদ ছাতক থানায় (নং ৩, তাং ০৫.০৪.২০১৭ইং, ধারা তথ্য প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী ২০১৩) এর ৫৭ (২) ৬৬ দঃবিঃ) একটি মামলা করেন। মামলার প্রধান সাক্ষী করা হয়, উপজেলা যুবলীগ কর্মী সরাফত আলী (৩৫) ও আতাউর রহমান (৩০) এবং ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনকে (২৮)। মামলার পর থেকে আসামি রফিক পলাতক রয়েছে। তবে পুলিশের অভিযানে তার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আসামি গ্রেফতারে জোরচেষ্টা চলছে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।